কোনরকম জোরজবরদস্তি ছাড়াও মানুষের ওপর প্রভাব বিস্তার করা সম্ভব। কীভাবে? অল্প কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে। অবাক হচ্ছেন তাইতো? আপনাকে এড়িয়ে চলা মানুষেও ঘুরে তাকাতে বাধ্য হবে যদি এই শব্দ গুলো ব্যবহার করেন। অল্প কিছু শব্দ, কিন্তু এগুলো দিয়েই মানুষের উপর প্রভাব বিস্তার, প্ররোচনা এবং ব্যবসায়িক খাতে অসামান্য সাফল্য আনা সম্ভব। এই শব্দ গুলো এবং এগুলোর ব্যবহার নিয়েই ফিল এম জোনস ‘এক্স্যাক্টলি হোয়াট টু সে ‘ নামে বইটি লিখেছেন।
যে কারণে এক্স্যাক্টলি হোয়াট টু সে বইটি কিনবেন:
- যদি মানুষের প্রভাবিত করতে চান ।
- যদি ব্যবসার ক্ষেএে কাস্টমারকে প্রভাবিত করতে চান।
- যদি নেতৃত্বের গুণাবলি অর্জন করতে চান
- যদি সহজে অন্য মানুষের কাছ থেকে কাজ হাসিল করে নিতে চান।
- যদি আপনার জীবনে ইতিবাচক পরির্বতন চান।






Your review is awaiting approval
https://t.me/s/Martin_casino_officials