নিউইয়র্ক ছেড়ে ডেলাওয়্যারের ম্যাডিসন নামের একটা ছোটো শহরে চলে আসার পর, জ্যাক কুপারের পরিচয় হয় তার সুন্দরী প্রতিবেশী হেনার সাথে। কিন্তু, তাদের মধুর সম্পর্কের নীল আকাশে দেখা দেয় কালো মেঘ। যখন জ্যাক জানতে পারে, হেনার বাবা রীতিমতো উন্মাদ প্রকৃতির একজন মানুষ। তার প্রকৃত পরিচয় যেন আরও রহস্যময়। কারণ, সে বেস্টসেলার বইয়ের লেখক আর. এল. স্টাইন। স্টাইনের অদ্ভুত হওয়ার পেছনের কারণটাও বেশ অদ্ভুত। কারণ, সে তার নিজের কল্পনার গেড়াকলে বন্দী। তার বইয়ে লেখা দানবীয় চরিত্রগুলো রূপ নেয় বাস্তবে। আর পৃথিবীকে দানবদের কাছ থেকে বাঁচিয়ে রাখতে স্টাইন তালাবদ্ধ করে রাখেন বইয়ের মূল পাণ্ডুলিপিগুলো।

হঠাৎই একরাতে হেনার চিৎকার শুনতে পেয়ে তাকে বাঁচাতে গিয়ে জ্যাক ভুলক্রমে মুক্ত করে ফেলে পাণ্ডুলিপির ভেতর থাকা দানবগুলোকে, যেগুলো ধ্বংসযজ্ঞ চালাতে থাকে শহর জুড়ে। এমনকি, স্ল্যাপি নামের একটি ডামিও মুক্ত হয়ে পড়ে, যে কি না পুড়িয়ে ফেলে সবকটি পাণ্ডুলিপি। স্ল্যাপি একের পর এক নতুন দানবকে মুক্ত করতে থাকে বই থেকে।

অন্যদিকে, দানবগুলোকে আবার বইয়ের ভেতর বন্দী করতে চেষ্টা চালাতে থাকে জ্যাক, হেনা, স্টাইন আর জ্যাকের বন্ধু চ্যাম্প। কিন্তু, তার আগে তাদের থামাতে হবে স্ল্যাপিকে…

Reviews

There are no reviews yet.

Be the first to review “গুজবাম্পস”

Your email address will not be published. Required fields are marked *