বর্তমান সময়ের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ডিভাইস হলো আমাদের হাতের স্মার্টফোন। ছোট-বড় সবাই স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের দুনিয়ায় ডুবে থাকে রাতদিন। বাচ্চাদের জন্য অনেকটা সময় ভার্চ্যুয়াল দুনিয়ায় ডুবে থাকা যেমন ক্ষতিকর আবার বাচ্চাদের থেকে আধুনিক সব টেকনোলজি দূরে রাখাও বোকামি, কারণ এতে তারা দ্রুত পরিবর্তনশীল পৃথিবী থেকে পিছিয়ে পড়বে। প্রতিটি বাচ্চাই রং করতে ভালোবাসে। তারা নিজেদের মনের মতো করে পৃথিবী রাঙাতে চায়৷ রং করার মাধ্যমে তাদের মধ্যে সৃজনশীলতার জন্ম নেয়৷ এ ছাড়া কোথায় কোন রংটা করবে কীভাবে করবে কোন রংটা আগে করবে কোনটা পরে করবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বাচ্চারা, পরিকল্পনা করতে শেখে। টেকনোলজির সঠিক ব্যবহারের মাধ্যমে বাচ্চারা যেন আনন্দের সাথে, আমাদের দেশীয় ঐতিহ্যের সাথে পরিচিত হয় এবং সেই সাথে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে সে জন্য আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা। ডিজিটাল বাংলাদেশের সূচনা হোক আমাদের আগামীর প্রজন্মের দ্বারা। এই বইয়ের মাধ্যমে আনন্দের সাথে শিখবে আমাদের অতীত, আমাদের ঐতিহ্য।