বাংলা ভাষায় স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য ফিজিক্স এক্সপেরিমেন্ট কনভেনশন আর ডেটা অ্যানালাইসিস নিয়ে কোনো বই এখন পর্যন্ত লেখা হয়নি। স্কুল-কলেজেও এগুলো শেখানো হয় না। কিন্তু ফিজিক্স অলিম্পিয়াডের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এক্সপেরিমেন্ট। আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (IPhO)-এ ৪০ শতাংশ মার্ক থাকে এক্সপেরিমেন্টের জন্য। এ ছাড়া বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ড বা টিম সিলেকশন টেস্টেও ডাটা অ্যানালাইসিসের দক্ষতা সব সময় যাচাই করা হয়। বাংলাদেশ দলের হয়ে যারা ভবিষ্যৎ APhO বা IPhO টিমে প্রতিনিধিত্ব করতে চাও, তাদের জন্য এই বইটা লেখা। অলিম্পিয়াড ছাড়াও তুমি যদি ভবিষ্যতে কোনো এক্সপেরিমেন্ট ল্যাবে কাজ করতে যাও (তোমরা অনেকেই নিশ্চয়ই করবে!) এই দক্ষতাগুলো তোমার খুব-ই কাজে আসবে।
Reviews
There are no reviews yet.