টুটুম জানালার পাশে বসে মেঘ দেখছে। মেঘের আবার রংও বদলায়! মেঘ থেকে আবার বৃষ্টিও পড়ে! আকাশের মেঘগুলোকে কে উড়িয়ে দেয়? আকাশের দিকে তাকিয়ে টুটুম ভাবে— টুটুম মায়ের কাছে যায়। মা রান্না করছে। টুটুম জানতে চায়— মা, মেঘের ভিতর কী থাকে? মা বলে, এত্তগুলো ছোট ছোট পানি টুটুম অবাক হয়ে বলে— কয়টা পানি? মা: অনেক পানি টুটুম: ওমা! এত পানি আকাশে কে উড়িয়ে দেয় মা? চুলায় পানি ফুটছে। তাই দেখিয়ে মা বলে, দেখো পানির কণার যখন অনেক গরম লাগে ওরা আর একসাথে জড়াজড়ি করে থাকতে চায় না। ছুটোছুটি করে, উড়ে যেতে চায়। একসময় এমন হালকা হয়ে যায়, যে বেলুনের মতো ভেসে ভেসে আকাশের দিকে চলে যায়। ওরে বাবারে আমি থাকব না, গেলাম রে দূরে সর, গরম লাগছে।
| Language | |
|---|---|
| Number of Pages | |
| Author |
চমক হাসান, ফিরোজা বহ্নি |
| Publisher |
আদর্শ |
Reviews
There are no reviews yet.




Your review is awaiting approval
https://t.me/s/iGaming_live/4866
Your review is awaiting approval
https://t.me/s/officials_pokerdom/3535
Your review is awaiting approval
https://t.me/site_official_1win/427