“স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের উপর যত বই লেখা হয়েছে তা থেকে এ বইটি কিছুটা ভিন্ন। একজন সক্রিয় গেরিলাযোদ্ধা হিসেবে লেখক যেভাবে যুদ্ধ করেছেন তার সম্পূর্ণ নাটকীয় কাহিনি বিস্তারিত বর্ণনা করেছেন এ বইতে। এ বই পড়ে স্বাধীনতা-উত্তর প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল শক্তি গেরিলাযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধপরবর্তী সময়ে ধাপে ধাপে যাচাই-বাছাই কার্যক্রমের চরম হয়রানির শিকার হয়েছেন লেখক। যে নির্মম বিড়ম্বনা ও মিথ্যা অভিযোগের চক্রে লেখক আক্রান্ত হয়েছেন, এ বইতে তার বর্ণনা করেছেন। লেখকের ইচ্ছা এই যে, অযথা হয়রানির শিকার মুক্তিযোদ্ধাদের কথা জাতি জানুক। লেখক যখন বঙ্গবন্ধুর এক ডাকে জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন কোনো যাচাই-বাছাই ছিল না; শুধু একটাই মন্ত্র ছিল— বাংলাদেশকে স্বাধীন করা। এ চরম সত্যটিই এ বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নতুন প্রজন্মের পাঠকদের কাছে তুলে ধরতে চেয়েছেন লেখক।”
একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধপরবর্তী সময়ে ধাপে ধাপে যাচাই-বাছাই কার্যক্রমের চরম হয়রানির শিকার হয়েছেন লেখক। যে নির্মম বিড়ম্বনা ও মিথ্যা অভিযোগের চক্রে লেখক আক্রান্ত হয়েছেন, এ বইতে তার বর্ণনা করেছেন। লেখকের ইচ্ছা এই যে, অযথা হয়রানির শিকার মুক্তিযোদ্ধাদের কথা জাতি জানুক। লেখক যখন বঙ্গবন্ধুর এক ডাকে জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন কোনো যাচাই-বাছাই ছিল না; শুধু একটাই মন্ত্র ছিল— বাংলাদেশকে স্বাধীন করা। এ চরম সত্যটিই এ বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নতুন প্রজন্মের পাঠকদের কাছে তুলে ধরতে চেয়েছেন লেখক।”
Your review is awaiting approval
Awesome blog! Do youu have anyy recommendations for
aspiring writers? I’m planning to start my own site soon but I’m a
little lost onn everything.Would you advise
starting with a free platform like WordPress or go for a paid option?
There are so many options out there that I’m completely confused ..
Any tips? Thanks a lot! https://Stepaheadsupport.Co.uk/companies/tonebet-casino/
Your review is awaiting approval
Appreciate this post. Will try it out. https://glassiuk.wordpress.com/