Look Inside

সহজ কুরআন (৪র্থ খণ্ড)

৳ 448

সহজ কুরআনের আগের বইগুলো যারা পড়েছেন তাদের মনে থাকার কথা যে প্রথম তিন খণ্ডে শেষ চারটি পারার সবগুলো সুরা ব্যাখ্যা করা হয়েছিল– সুরা ফাতিহাসহ। এর পেছনের কারণটি তৃতীয় খণ্ডের ভূমিকায় উল্লেখ করা হয়েছে। শেষ চারটি পারার সুরাগুলো কুরআনের কপিতে শেষের দিকে রাখা হলেও সেগুলো অধিকাংশই অবতীর্ণ হয়েছিল প্রথম দিকে। তাই সেগুলো ভালো করে শেখার মাধ্যমে কুরআনের মূল শিক্ষার একটি ধারাবাহিকতা বজায় থাকে। সেই প্রয়োজন শেষ হয়েছে। তাই চতুর্থ খণ্ড থেকে আমাদের লক্ষ্য থাকবে আবার শুরুতে ফিরে গিয়ে কুরআনের কপি অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত যে সুরাগুলো বাকি আছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা। সেই লক্ষ্য মাথায় নিয়ে চতুর্থ খণ্ডে আমরা আলোচনা করছি কেবল সুরা বাকারা নিয়ে।