আমাদের মনের মাঝে প্রতিনিয়ত রঙিন প্রজাপতিরা উড়ে উড়ে বেড়ায় কখনো সেগুলো বাস্তবে উড়ে বেড়ানোর সুযোগ পায় আবার কখনো পায় না। আসলে বাস্তব আর কল্পনার মাঝে অনেক বেশি ফারাক। তারপরও কল্পনারা থেমে থাকে না, তারা চলে আপন গতিতে আপন মহিমায়।
আমাদের ছোট্ট এই জীবনে শৈশব থেকে শুরু করে পুরো জীবন জুড়ে অনেক মানুষের আনাগোনা হয়। সবার সাথেই আমাদের কিছু না কিছু বলার মতো অনুভ‚তি ও স্মৃতি জড়িয়ে থাকে। সময়গুলো জীবন থেকে হারিয়ে গেলেও আমরা মাঝে মাঝেই সেগুলো অনুভব করি এবং সেসব স্মৃতিতে যখন তখন হারিয়ে যাই।
আমার জীবনেও অনেক অনেক প্রিয় মানুষের আগমন ঘটেছে হয়তো কেউ আমার কাছাকাছি আছে আবার কেউ চিরতরে হারিয়েছে।
কিন্তু আমার অনুভ‚তিগুলো রয়ে গিয়েছে বরাবরের মতো একই। সেই অনুভ‚তিগুলো থেকেই আমি আমার প্রিয় সেই মানুষগুলোর উদ্দেশ্যে লিখেছি আমার প্রথম একক বই ‘নীল খামে খোলা চিঠি’। জান্নাতুন নাহার চাঁদনী
ঢাকা, ২০২৩
আমাদের ছোট্ট এই জীবনে শৈশব থেকে শুরু করে পুরো জীবন জুড়ে অনেক মানুষের আনাগোনা হয়। সবার সাথেই আমাদের কিছু না কিছু বলার মতো অনুভ‚তি ও স্মৃতি জড়িয়ে থাকে। সময়গুলো জীবন থেকে হারিয়ে গেলেও আমরা মাঝে মাঝেই সেগুলো অনুভব করি এবং সেসব স্মৃতিতে যখন তখন হারিয়ে যাই।
আমার জীবনেও অনেক অনেক প্রিয় মানুষের আগমন ঘটেছে হয়তো কেউ আমার কাছাকাছি আছে আবার কেউ চিরতরে হারিয়েছে।
কিন্তু আমার অনুভ‚তিগুলো রয়ে গিয়েছে বরাবরের মতো একই। সেই অনুভ‚তিগুলো থেকেই আমি আমার প্রিয় সেই মানুষগুলোর উদ্দেশ্যে লিখেছি আমার প্রথম একক বই ‘নীল খামে খোলা চিঠি’। জান্নাতুন নাহার চাঁদনী
ঢাকা, ২০২৩
 
 
								 
																				 
									 
									 
									 
									 
									


Reviews
There are no reviews yet.