উস্তাদ নোমান আলী খান ডুব দিয়েছেন কুর’আনের বিভিন্ন সূরায়। তুলে এনেছেন কুর’আনের অসাধারণ কিছু রত্ন। যেসব রত্নের প্রজ্জ্বলিত আলোকশিখা সমসাময়িক যুগে আমাদেরকে আলোকিত করবে। পথ দেখাবে আমাদেরই যুগের বিভিন্ন প্রয়োজনীয় প্রেক্ষাপটে।
আমরা কুর’আনের সবটুকু জানি না। অধিকাংশ সাহাবা বা তাবেয়ীরাও জানতেন না। তবে তাদের জীবনে হেদায়াতের পথে চলার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে থাকার জন্য যেগুলো দরকার পড়তো, সেগুলো উনারা অবশ্যই জেনে নিতেন। উস্তাদ নোমান আলী খানও এখানে ঠিক সেই কাজটি করেছেন। আমাদের সময়ের প্রেক্ষাপটে সঠিক পথে থাকার জন্য যেসব নির্দেশনা ও পথপ্রদর্শন প্রয়োজন, সেসবই তিনি তুলে এনেছেন কুর’আনের পারায় পারায় ডুব দিয়ে। মোট ৩০টি আর্টিকেলে বর্ণিত হয়েছে সমসাময়িক যুগের আলোকে কুর’আনের এই রত্নাবলি।
আমরা কুর’আনের সবটুকু জানি না। অধিকাংশ সাহাবা বা তাবেয়ীরাও জানতেন না। তবে তাদের জীবনে হেদায়াতের পথে চলার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে থাকার জন্য যেগুলো দরকার পড়তো, সেগুলো উনারা অবশ্যই জেনে নিতেন। উস্তাদ নোমান আলী খানও এখানে ঠিক সেই কাজটি করেছেন। আমাদের সময়ের প্রেক্ষাপটে সঠিক পথে থাকার জন্য যেসব নির্দেশনা ও পথপ্রদর্শন প্রয়োজন, সেসবই তিনি তুলে এনেছেন কুর’আনের পারায় পারায় ডুব দিয়ে। মোট ৩০টি আর্টিকেলে বর্ণিত হয়েছে সমসাময়িক যুগের আলোকে কুর’আনের এই রত্নাবলি।




Your review is awaiting approval
https://t.me/s/iGaming_live/4866
Your review is awaiting approval
https://t.me/s/officials_pokerdom/3591