“প্রতিটি মানুষকেই সফলতার পথে বিজয়ী হওয়ার জন্য একটি গুণ অর্জন করতে হয়। আর তা হলো—উদ্দেশ্য ও লক্ষ্যের সুনির্দিষ্টতা এবং তা অর্জন করার অদম্য আকাঙ্ক্ষা।”
বইয়ের নাম ‘ইট দ্যাট ফ্রগ’ শুনেই আপনাদের মনে হতে পারে নামটি খুবই বাজে । আসলে তা নয়। এখানে নামটি রুপক অর্থে ব্যবহৃত হয়েছে। লেখক এখানে যাপিত জীবনের সকল গুরুত্বপূর্ণ কাজগুলোকে একটি জীবন্ত প্রাণীর সাথে তুলনা করেছেন। সেই প্রাণীটি হচ্ছে ব্যাঙ। জীবন্ত ব্যাঙ যেমন কখনো এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না তেমনি গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য সময় কখনো কোন ব্যক্তির জন্য অপেক্ষা করবে না।
 
 
								 
																				 
									 
									 
									 
									 
									



