“গ্রাফিক নভেল-৪ : মুজিব” বইয়ের ফ্ল্যাপের কথাঃ
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চিত্রিত এই গ্রাফিক নভেল। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিব এই স্মৃতিকথা লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি।
“মুজিব’ গ্রাফিক নভেলে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। জাতির পিতার জীবনালেখ্য নিয়ে সংলাপ ও চিত্রের যুৎসই সমন্বয়ে নির্মিত এই বই সব বয়সী পাঠককে সমান আনন্দ দেবে।
“মুজিব’ গ্রাফিক নভেলে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। জাতির পিতার জীবনালেখ্য নিয়ে সংলাপ ও চিত্রের যুৎসই সমন্বয়ে নির্মিত এই বই সব বয়সী পাঠককে সমান আনন্দ দেবে।




Your review is awaiting approval
https://t.me/s/iGaming_live/4866