“গ্রাফিক নভেল-৫: মুজিব”বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
শেখ মুজিব ফ্যাক্টস ১৯৪৫
ছাত্রনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার পরও আনােয়ার হােসেনের কারচুপির কারণে শেখ মুজিবের দল ছাত্রলীগের কমিটি গঠন থেকে ঞ্চিত হয় সেই থেকে ১৯৪৭ সাল পর্যন্ত হ নেবস হন।
আবুল হাশিম মুসলিম লীগের মেনিফেস্টো তৈরি করলেন, যেখানে পাকিস্তান স্বাধীন হলে মুসলিম লীগের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামাে কী হবে তা বর্ণিত হলাে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলাে। রাজনৈতিক অস্থিরতার সুযােগ নিয়ে মাড়ােয়ারিরা কালােবাজারি শুরু করল ।
যেসময় সারা বাংলায় ব্রিটিশবিরােধী আন্দোলন দানা বাঁধছে তখন এদেশের কিছু মুষ্টিমেয় খান বাহাদুর ও এমএলএর স্বার্থপরতার কারণে ব্রিটিশ গভর্নরের হাতে ক্ষমতা চলে যাওয়ার ব্যাপারটি তরুণ মুজিবকে ভয়ানক আবেগতাড়িত করে। মুজিবের ভবিষ্যৎ জীবনের রাজনৈতিক সংকল্পে এর প্রভাব পড়ে।
ছাত্রনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার পরও আনােয়ার হােসেনের কারচুপির কারণে শেখ মুজিবের দল ছাত্রলীগের কমিটি গঠন থেকে ঞ্চিত হয় সেই থেকে ১৯৪৭ সাল পর্যন্ত হ নেবস হন।
আবুল হাশিম মুসলিম লীগের মেনিফেস্টো তৈরি করলেন, যেখানে পাকিস্তান স্বাধীন হলে মুসলিম লীগের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামাে কী হবে তা বর্ণিত হলাে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলাে। রাজনৈতিক অস্থিরতার সুযােগ নিয়ে মাড়ােয়ারিরা কালােবাজারি শুরু করল ।
যেসময় সারা বাংলায় ব্রিটিশবিরােধী আন্দোলন দানা বাঁধছে তখন এদেশের কিছু মুষ্টিমেয় খান বাহাদুর ও এমএলএর স্বার্থপরতার কারণে ব্রিটিশ গভর্নরের হাতে ক্ষমতা চলে যাওয়ার ব্যাপারটি তরুণ মুজিবকে ভয়ানক আবেগতাড়িত করে। মুজিবের ভবিষ্যৎ জীবনের রাজনৈতিক সংকল্পে এর প্রভাব পড়ে।




Your review is awaiting approval
https://t.me/s/RejtingTopKazino