“ফারায়েজ আইন” বইয়ের ভূমিকার থেকে নেয়া:
আধুনিক আইন বিশারদগণ ইসলামী আইনের এ শাখার প্রশংসায় মুখর। তৈয়বজী বলেন—
“ইসলামী উত্তরাধিকার আইন তার পূর্ণতার জন্য সর্বদা প্রশংসিত হয়ে এসেছে। শুধু ব্যক্তির জন্য নয়, ব্যক্তির সমন্বয়ে যে শ্রেণী গঠিত হয়, তার জন্যও এ আইন ব্যবস্থা করেছে। মৃত ব্যক্তির সম্পত্তির বিবর্তনের ব্যবস্থা এ আইনে নিখুঁত। সকল দাবির সুষ্ঠু সমাধান এ আইনে পাওয়া যায়। উত্তরাধিকার প্রশ্নের মীমাংসায় তাই এই আইন সার্থক।”
স্যার উইলিয়াম জোন বলেন, উত্তরাধিকারের ক্ষেত্রে যেকোন প্রশ্ন উঠুক না কেন, ত্বরিতে এবং শুদ্ধভাবে ইসলামী আইন তার জবাব দিয়ে দেবে। ফারায়েয বা উত্তরাধিকারের আইন কোথায় পাওয়া যায় ? সর্বপ্রথমে আমরা এই প্রশ্নের উত্তর দেব । সকল ইসলামী আইনের ন্যায় ফারায়েযের উৎস চারটি। নিম্নে উৎসগুলাের বর্ণনা দেয়া হচ্ছে।
আধুনিক আইন বিশারদগণ ইসলামী আইনের এ শাখার প্রশংসায় মুখর। তৈয়বজী বলেন—
“ইসলামী উত্তরাধিকার আইন তার পূর্ণতার জন্য সর্বদা প্রশংসিত হয়ে এসেছে। শুধু ব্যক্তির জন্য নয়, ব্যক্তির সমন্বয়ে যে শ্রেণী গঠিত হয়, তার জন্যও এ আইন ব্যবস্থা করেছে। মৃত ব্যক্তির সম্পত্তির বিবর্তনের ব্যবস্থা এ আইনে নিখুঁত। সকল দাবির সুষ্ঠু সমাধান এ আইনে পাওয়া যায়। উত্তরাধিকার প্রশ্নের মীমাংসায় তাই এই আইন সার্থক।”
স্যার উইলিয়াম জোন বলেন, উত্তরাধিকারের ক্ষেত্রে যেকোন প্রশ্ন উঠুক না কেন, ত্বরিতে এবং শুদ্ধভাবে ইসলামী আইন তার জবাব দিয়ে দেবে। ফারায়েয বা উত্তরাধিকারের আইন কোথায় পাওয়া যায় ? সর্বপ্রথমে আমরা এই প্রশ্নের উত্তর দেব । সকল ইসলামী আইনের ন্যায় ফারায়েযের উৎস চারটি। নিম্নে উৎসগুলাের বর্ণনা দেয়া হচ্ছে।
Your review is awaiting approval
https://t.me/s/Starda_officials
Your review is awaiting approval
https://t.me/s/site_official_1win/477