স্টুডেন্ট লাইফে যদি তুমি কমিউনিকেশন এক্সপার্ট হয়ে যাও, তাহলে তোমার সামনে গিয়ে নেটওয়ার্ক অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। যেকোনো প্রতিষ্ঠানে সবচেয়ে ক্যারিশম্যাটিক স্টুডেন্টটাকে খেয়াল করলে দেখবে, তার মূল ক্যারিশমা হচ্ছে তার কমিউনিকেশন স্কিল। তুমি অন্য সব কিছুতে ডাব্বা মারলেও, এই এক কমিউনিকেশন স্কিল দিয়ে বহুদূর এগিয়ে যেতে পারবে।
বর্তমান সময়ে পেশাগত জীবনে সফট স্কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সফট স্কিল এর লিস্টে একদম উপরে থাকে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস। লিডারশিপের জন্য আপনি যেই জায়গাতেই যান না কেন, কমিউনিকেশন স্কিলস লাগবেই।
Your review is awaiting approval
https://t.me/iGaming_live/4872
Your review is awaiting approval
https://t.me/s/officials_pokerdom/3400