Look Inside

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর

৳ 300

“আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর” বইয়ের ফ্ল্যাপের লেখা: গণিত বিজ্ঞানের ভাষা আর বিজ্ঞান উন্নয়ন ও প্রগতির ধারক । সুতরাং গণিতচর্চা অত্যাবশ্যকীয় বিষয় । আমাদের শিক্ষার্থীদের মুখস্থ-নির্ভরতা পাশ কাটিয়ে গণিত শিক্ষার লক্ষ্যে এই পুস্তকটি ভূমিকা রাখবে নিশ্চিত। লক্ষ্যটিকে আরাে সুনির্দিষ্ট করে বলা যায়-আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে আমাদের ক্ষুদে গণিতবিদদের খুঁজে বের করে গণিতচর্চা করানােয় বিশেষ ভূমিকা গ্রহণ করা। বইটিতে ১৯৫৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত সবগুলাে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্ন ও প্রায় সবগুলাে সমাধান বিধৃত হয়েছে। আমাদের দেশের গণিতপিপাসু ছেলেমেয়েরা তাদের মেধা ও নৈপুণ্য দিয়ে এই বইয়ের সমস্যাগুলাে সমাধান করুক এবং ভবিষ্যতে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করুক। নিঃসন্দেহে এই বইটি আমাদের গণিত চর্চার ভুবনকে বিশেষ অবস্থানে পৌঁছে দেবে—এটা আশা করা যায় বৈকি!